ফটিকছড়ি প্রতিনিধি :::ফটিকছড়িতে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (৫ এপ্রিল) সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১১ ব্যবসায়ীকে ১১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, মাইজভান্ডার শরীফ এলাকায় যৌথবাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ সায়েদুল আরেফিন।এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন সেনাবাহিনী ও পুলিশ।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ সায়েদুল আরেফিন বলেন,সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এতে ১১ব্যবসায়ীকে মোট ১১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply