সকালে চমেকে ভর্তি বিকালে নমুনা সংগ্রহ সন্ধ্যায় পলাতক রাতে খোঁজ মেলে পটিয়া

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে করোনা আতঙ্কে চমেক হাসপাতালে ভর্তি এক রোগী দিনভর লম্পঝম্প খেলায় মেতেছেন।

জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা নিয়ে গতকাল রবিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে ভর্তি হয় ৫০ বছর বয়সী এক রোগী।

কর্তব্যরত চিকিৎসক তাকে অবজারভেশন ওয়ার্ড (সাবেক ক্যাজুয়ালিটি ওয়ার্ড) করোনা সন্দেহে ভর্তি করান। বিকালে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ফৌজদারহাট বিআরটিআইডিতে পাঠানো হয়।

আতঙ্কিত ও ভয়ে একইদিন সন্ধ্যায় হাসপাতালের করোনা অবজারভেশন ওয়ার্ড থেকে পালিয়ে যায় ওই রোগী।

করোনা সন্দেহে হাসপাতালের করোনা অবজারভেশন ওয়ার্ড থেকে রোগী পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।

তিনি বলেন, বিকালে ওই রোগীর নমুনা সংগ্রহের পর সন্ধ্যা ৭টার দিকে তিনি অবজারভেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান। তাকে খোঁজা হচ্ছে।

একই দিন রাতে পলাতক ওই রোগীর খোঁজ মেলে চট্টগ্রামের পটিয়া থানা মুজাফরাবাদ রোগীর নিজ গ্রামে। পটিয়া থানার পুলিশ মোজাফফরাবাদ রেগীর গ্রামের বাড়িতে গিয়ে তাকে শনাক্ত করেছে।

হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগীর গ্রামের বাড়িতে গিয়ে তাকে শনাক্ত করা হয়েছে বলেন পটিয়া থানার ওসি। রোববার (৫ মার্চ) রাত পৌণে ১২ টার সময় তিনি বলেন,

শনাক্ত হওয়া রোগীকে প্রাথমিকভাবে রাতে তার নিজ বাড়িতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। সোমবার সকালে তাকে চিকিৎসকদের সহযোগীতা নিয়ে ফের হাসপাতালে পাঠানো হবে।

২৪ ঘণ্টা/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *