রাউজান প্রতিনিধি ::: দেশে বিরাজমান করোনা ভাইরাস জনিত প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে চট্টগ্রামের রাউজান উপজেলায় সকল ধরনের দোকানপাট (কিছু ব্যতিক্রম ব্যতীত) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব সময়ের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জোনায়েদ কবীর সোহাগ।
রবিবার (৫ এপ্রিল) এ আদেশ জারি করে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- শুধুমাত্র সার, বীজ, কাঁচাবাজার, খাবারের দোকান এবং মুদি দোকান বিকাল ০৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিকাল ০৫ টার পর ঔষধের দোকান, হাসপাতাল এবং ডাক্তারের চেম্বার ব্যতীত আর কোন দোকান কোন অবস্থাতেই খোলা রাখা যাবে না উল্লেখ করা হয়েছে।
এছাড়া এ নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply