সাংসদ ফজলে করিমের পক্ষে দেড় হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি ::::চট্টগ্রামের রাউজানে পৌরসভার ৯ নং ওয়ার্ডের রাবার বাগান এলাকার মিনি স্টেডিয়ামে বিশাল মাঠজুড়ে তিন ফুট দুরত্ব রেখে গোলাকার বৃত্তে রাখা হয় দেড় হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট। প্যাকেটের নিচে একটি করে লিফলেট। যেখানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষায় এলাকার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির বিভিন্ন তথ্য-উপাত্ত লেখা।

রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে মাঠের পশ্চিম প্রান্তে পুরুষ আর পূর্বপান্তে সামাজিক দুরত্ব বজায় রেখে সাঁড়িবদ্ধভাবে দাঁড়িয়ে স্ব স্ব অবস্থান থেকে যার যার থলেটি হাতে নিয়ে সাঁড়িবদ্ধভাবে একে একে মাঠ ত্যাগ করেন দেড় হাজার মানুষ।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশের জনগণ নিজ নিজ বাসা-বাড়িতে অবস্থান করছে। এই অবস্থায় দেশের খেটে খাওয়া দিনমজুর ও হত দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায়, রাউজানের সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর, উপজেলা যুবলীগ সভাপতি জমির পারভেজের ব্যাবস্থাপনায় এলাকার দুই হাজার হত দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদানের প্রথম ধাপে দেড় হাজার পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফের সঞ্চালনায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এলাকায় ৩৫ হাজার পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে রাউজানের প্রতিটি হত দরিদ্র, নিন্ম আয়ের মানুষ, খেটে খাওয়া লোকজনের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারসমূহের চাহিদামতো খাদ্য সহায়তা প্রদান করা হবে। এই সময়ে রাউজানে কোনো পরিবার অভুক্ত থাকবেনা। আমরা সব সময় জনগণের পাশে আছি।

খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল ভুইয়া, রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান উপজেলা আওয়ামীলীগ জ্যেষ্ঠ সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ , উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি ইরফান আহমদ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি জসিম উদ্দীন চৌধুরী, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. মুসা আলম খান, পৌর যুবলীগের সভাপতি জিয়াউল হক রোকন, জিয়াউল হক মামুন, শোয়েব খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, মিজানুর রহমান, মোঃ সেলিম, মোঃ আসিফ, , সবুজ দে ভানু, তানভির চৌধুরী, সাবের হোসেন, নাসির উদ্দীন, মনির তালুকদার, নাসির উদ্দীন প্রমুখ।

সাংসদ ফজলের করিম চৌধুরীর খাদ্য সহায়তা পেয়ে খুশিতে আপ্লুত মোঃ রফিক। এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, ভ্যান গাড়ি চালিয়ে কোনোরকমে সংসার চালাই। বর্তমানে করোনা রোগের কারণে অলস সময় পার করছি। ইনকাম নেই তাই সংসারে তিনবেলা খাবারের যোগান নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আজকে এলাকার এমপি আমাদেরকে যে খাদ্য সহায়তা দিলেন তাতে করে নিজেদের দুশ্চিন্তা দূর হলো।

উল্লেখ্য সাংসদ ফজলে করিম চৌধুরীর পৃষ্টপোষকতায়, সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে রাউজানের প্রত্যন্ত এলাকার গরীব, দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে প্রতিদিন খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন রাউজানের জনপ্রতিনিধিগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *