মসজিদে না গিয়ে বাসায় নামাজ আদায়ের নির্দেশ

২৪ ঘণ্টা ডট নিউজ ::: করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে মসজিদে জামাতে নামাজের মুসল্লির সংখ্যা নির্ধারণ করে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে জামাতে মুসল্লির সংখ্যা হবে সর্বোচ্চ পাঁচজন। আর জুমার নামাজে মুসল্লি থাকবে এক মসজিদে সর্বোচ্চ ১০ জন।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভয়ানক করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ছাড়া অন্য সব মুসল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসায় নামাজ আদায় করতে নির্দেশ দেওয়া যাচ্ছে।

জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া যাচ্ছে।

এতে আরও বলা হয়, মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচজন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। বাইরের মুসল্লি মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে করোনায় মোট আক্রান্ত ১২৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।

এদিকে করোনা প্রাদুর্ভাবের কারণে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও মসজিদে জামাত আদায়ের ক্ষেত্রে একই ধরনের নির্দেশনা অনুসরণ করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *