২৪ ঘণ্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে আইসোলেশনে থাকা মুক্তি যোদ্ধা কমান্ডার মো.আলিম উল্ল্যাহ (৭১) মৃত্যুবরণ করেছেন।
আজ সোমবার বিকাল সাড়ে ৩টার সময় চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। তিনি বলেন,‘ উনি
করোনা উপসর্গ নিয়ে গত রবিবার রাতে চট্টগ্রাম নগরীর জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আমরা উনার করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেছি,নমুনা হাতে পাওয়ার পর নিশ্চিত হয়ে উনার দাফন কাজ সম্পর্ন করা হবে। আমরা সেটা দ্রুত করার চেষ্টা করছি।
উনি উপজেলার মুরাদপুর ইউনিয়নের বসরতনগর এলাকার মৃত ছায়েদুর রহমানের পুত্র এবং বিবাহিত জীবনে এক স্ত্রী মৃত্যুবরণ করার পর,বর্তমানে এক স্ত্রী ৪
পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে যান।
জানা যায়, আলিম উল্লাহ গত সপ্তাহ-দশ দিন ধরে সর্দি,কার্শি ও শ্বাসকষ্ট উপসর্গ নিয়ে দিন যাপন করছেন। এই উপসর্গ দেখা দেওয়ার পর থেকে উনি নিয়মিত ঔষধ খেয়ে আসছিলেন।
কিন্তু রবিবার রাতে উনার শ্বাসকষ্ট বেডে যাওয়ায় উনাকে উন্নত চিকিৎসার জন্য
চট্টগ্রাম নগরীর জেনারেল হসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করান।
সোমবার বিকালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় উনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নুর উদ্দিন ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা কমান্ডার মৃত্যুবরণ করায় আমরা উনার নমুনা সংগ্রহ করছি। নমুনা হাতে
আসলে আমরা নিশ্চিত হবো,উনি কি করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা।’
এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, সীতাকুণ্ড সার্কেল এএসপি শম্পা রানী সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, জেলা পরিষদের সদস্য আ. ম. ম দিলসাদ, পৌর মেয়র মুক্তিযুদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সোমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, পৌর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা/ কামরুল ইসলাম দুলু/ আর এস পি
Leave a Reply