বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড এর নোয়াপাড়া এলাকার অতিদরিদ্র, অসহায় সুবিধাবঞ্চিত কর্মহীন ৮০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
সোমবার (৬ এপ্রিল) বিকালে স্থানীয় চিতাখোলা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস এখন মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত প্রায় ৬০ হাজারের অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। এভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে বাংলাদেশের মানুষও। এই করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা সারাদেশের প্রায় সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে কর্মহীন হয়ে পড়েছেন দেশের খেটে খাওয়া মানুষ।
এমন পরিস্থিতিতে অসহায়, কর্মহীন মানুষের সহযোগিতায় জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীরা পাশে রয়েছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এ সময় তিনি সমাজের সকল হৃদয়বান, দানশীল, ধনবানদের প্রতি গরিব, অসহায় ও কর্মহীন মানুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য আজিজ চৌধুরী, পাহাড়তলী থানা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য মোহাম্মদ নেজাম, মোঃ মাসুদ, মোঃ জাবেদ, মোঃ মামুনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply