২৪ ঘণ্টা ডট নিউজ,নিজস্ব প্রতিবেদক:::করােনার উপসর্গ আছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের এমন চার জনের রক্তের নমুনা আজ ৬ এপ্রিল সকালে চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে প্রেরণ করা হয়েছে।
সর্দি কাশি জ্বরে ভোগছেন এমন চার ব্যক্তি করোনা সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাছুয়া ও হারামিয়া ২০ শয্যা হাসপাতালের মাধ্যমে স্যাম্পল সংগ্রহ করে চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে।
নমুনার সংগ্রহ ও করােনার সার্বিক পরিস্থিতি নিয়ে
সন্দ্বীপ উপজেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব ডাঃ ফজলুল বলেন, আমরা করােনা বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি।রিপোর্ট পেলে তাদের ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো জানান যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তারা আপাতত নিজ গৃহে হোম কোয়ারেন্টাইনে আছে।
করােনা ঠেকাতে ইতোমধ্যে সন্দ্বীপের সাথে চট্টগ্রামের যোগাযোগের সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। নৌ বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছে সচেতন করছে মানুষকে।
স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা নিজ উদ্বেগে স্থানীয় দরিদ্র অসহায় দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
Leave a Reply