কারফিউ জারি করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন সাংসদ ভান্ডারী

এম জুনায়েদ, ফটিকছড়ি প্রতিনিধি :::করোনা প্রতিরোধে জরুরি ভিত্তিতে লকডাউন করে কারফিউ জারি করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। অন্যথায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ফটিকছড়ি উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ- ত্রাণ কার্যক্রম সমন্বয়ের লক্ষে জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি প্রশাসনকে বলেন, পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ফটিকছড়িতে এখনো করোনার প্রার্দূভাব ঘটেনি। তার আগেই মানুষকে ঘরে রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে ধরনের পদক্ষেপ নিন। আমাদের ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ বাহিনী রয়েছে। মানুষের জীবন রক্ষার্থে প্রয়োজনে আপনারা যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিন। এ থেকে পিছু হটার সুযোগ নেই।

প্রশাসনের অনুমতি ছাড়া কেউ ত্রাণ বিতরণ করতে পারবেনা। প্রশাসনের সাথে সমন্বয় করে বিতরণ করতে হবে। সবাইকে অবশ্যয় সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। অন্যথাই প্রশাসন কঠোর থেকে কঠোরে রুপ নেবে।

উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, সহকারী কমিশনার ভূমি জানে আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইলিয়াছ চৌধুরী, মেয়র ইসমাঈল হোসেন, ফটিকছড়ি থানা ওসি বাবুল আকতার, ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *