ডোমারে তিনটি মিনিবাসে রহস্যজনক আগুন!

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডোমার উপজেলা বাস টার্মিনালে তিনটি মিনিবাস রহস্যজনক আগুনে পুড়ে গেছে।

সোমবার(৬ এপ্রিল) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। এতে একটি মিনি বাস সম্পূর্ণ এবং দুটি মিনি বাস আংশিক ভাবে আগুনে ক্ষতিগ্রস্থ হয়। করোনা ভাইরাস মোকাবেলায় গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা থাকায় ডোমার বাস টার্মিনালে অন্যান্য বাসের সাথে এই তিনটি বাস সারিবদ্ধ ভাবে রাখা ছিল।

স্থানীয় সুত্র জানায়, কয়েকজন মুসল্লি ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে ডোমার বাস স্ট্যান্ডে থাকা বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও উৎস-হাচান এন্টার প্রাইজের একটি মিনিবাস (কুমিল্লা জ-০৪-০২০৩) সম্পূর্ণ ও ডোমার ট্রাভেলস ও ডোমার শাপলা সমবায় সমিতি-১ নামের মিনিবাস দুটি আংশিক পুড়ে যায়।

উৎস-হাচান এন্টার প্রইজ মিনিবাসের মালিক ইবাদত হোসেন জানান পরিকল্পিতভাবে কে বা কারা আমার মিনিবাসটিতে আগুন দিয়ে সম্পূর্ন পুড়িয়ে দিয়েছে। আমি থানায় লিখিত অভিযেগ করেছি।

বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ওসি মোস্তফিজার রহমান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *