২৪ ঘণ্টা ডট নিউজ। খেলা ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও তারকা খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদের ঘরে এসেছে নতুন অতিথি।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে নিজের ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করে বলা হয় আবারো ছেলে সন্তানের বাবা হয়েছেন তিনি।
তবে পোস্টে তিনি নবজাতক কিংবা মায়ের ছবি তেয়নি। হাসপাতালের রেজিস্ট্রির একটি ছবির পোস্ট করে তাতে তিনি জানিয়েছেন, গত রাতে তাদের দ্বিতীয় ছেলে সন্তান জন্ম নিয়েছে। নতুন অতিথির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহমুদুল্লাহ।
পোস্টে সন্তান জন্মের খবর দেয়ার পাশাপাশি আরবি ও ইংরেজিতে অর্থসহ একটি দোয়া লিখে দিয়েছেন। দোয়াটি হলো, ‘আল্লাহুম্মা ইন্না নাজ’আলুকা ফি নুহুরিহিম, ওয়া না’উজু বিকা মিন শুরুরিহিম।’
Alhamdulillah, last night we are blessed with our second baby boy. Please keep him in your your prayers.
اَللّٰهُمَّ إنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
২০১১ সালের ২৫ জুন জান্নাতুল কাওসার মিষ্টিকে বিয়ে করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০১২ সালের ৩ জুন তাদের ঘর আলো করে প্রথম পুত্র সন্তান মোহাম্মদ মাহরুজ উল্লাহ রাঈদের জন্ম হয়।
২৪ ঘণ্টা/ আর এস পি
Leave a Reply