সুখবর দিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির দম্পতির ঘরে আসছে নতুন অতিথি।
জনপ্রিয় এই অলরাউন্ডার ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজের মাধ্যমে দিয়েছেন এই খবর। যদিও দ্বিতীয় সন্তান সাকিব-শিশিরের কোলে চলে এসেছে নাকি এখনো অনাগত অতিথি, সেই ধোঁয়াশা অবশ্য পরিস্কার করেননি সাকিব!
একটু বৈচিত্র্য রেখেই সাকিব জানিয়েছেন দ্বিতীয়বার বাবা হওয়ার খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আপলোড করেছেন কন্যা আলাইনা হাসান অব্রির উচ্ছ্বাসভরা চেহারার একটি ছবি, যেখানে আলাইনার হাতে একটি ছোট শিশুর জামা যাতে লেখা রয়েছে- ‘বাড়িতে স্বাগতম’।
সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন- ‘বিগ সিস্টারহুড’ (আলাইনার বড় বোন হওয়া নির্দেশ করে)।
২০১২ সালের বিয়ে করে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালে নিজেদের প্রথম সন্তান জন্ম দেন। বর্তমানে স্ত্রী-সন্তানের সাথে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয় করোনাভাইরাসের শঙ্কা এড়াতে নিয়ম অনুযায়ী তাকে থাকতে হয়েছিল ১৪ দিনের কোয়ারেন্টিনে।
কোয়ারেন্টিন শেষ করে সম্প্রতি সাকিব পরিবারের সাথে যুক্ত হন। এর পরপরই দিলেন দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর।
Leave a Reply