সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে একশটি পিপিই দিয়েছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আল মামুন।
উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার পল্লী চিকিৎসকদের মাঝে প্রথম পর্যায়ে ১০০ জনকে উক্ত পিপিই প্রদান করেন এস. এম. আল মামুন এর পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফ। পরবর্তীতে বাকী চিকিৎসকদের মধ্যেও পিপিই দেওয়া হবে।
পিপিই বিতরণ প্রসঙ্গে এস.এম আল মামুন বলেন, এই দর্যোগ পরিস্থিতিতে সমাজের গরীব, অসহায় মানুষদের পাশে দাড়াঁনো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। এছাড়া মহামারী করোনা ভাইরাসে বড় ভুমিকা পালন করছে হাসপাতালের চিকিৎসকরা। তাদেরও নিরাপত্তার দরকার। বিষয়টি মাথায় রেখে আমরা তাদের জন্য সুরক্ষামূলক পিপিই দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমধাপে একশজনকে দেওয়া হবে পরিবর্তে বাকীদেরও দেওয়া হবে।
তিনি দেশের এই দূর্যোগ পরিস্থিতে প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার সকল পল্লী চিকিৎসকদেরকে মানুষের চিকিৎসা সেবা প্রদান করার জন্য আহবান জানান।
দূর্যোগ মূহুর্তে মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে অনুরোধ করেন চিকিৎসকদের প্রতি।
Leave a Reply