২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে দুইটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ইটভাটা দুইটিকে অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকদের ইটভাটা চালু রাখায় ২০হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার পূর্ব কালুরঘাট এলাকার মুন ব্রিকস ও কর্ণফুলী ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) মো.মোজাম্মেল হক চৌধুরী এ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষনা করা হলেও ইটভাটা দুইটি আদেশ না মেনে উৎপাদন চালিয়ে যাচ্ছিলো। এ ইটভাটাগুলোতে প্রায় ২০০ শ্রমিক অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকত।
এই বিষয়ে মালিক পক্ষের কোন সদুত্তর না পাওয়ায় ২০হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়, সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধিসমূহ জানানো হয়। একই সাথে মালিককে শ্রমিকদের ছুটি দেওয়ার পূর্বে পাওনা পরিশোধ করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয় এবং শ্রমিকরা নিজ এলাকায় ফিরে যেতে চাইলে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
২৪ ঘণ্টা/পুজন সেন/আর এস পি
Leave a Reply