ডোমারে জমি নিয়ে সংঘর্ষ:আহত ৪, আটক ২

.jpg

নীলফামারীর ডোমার উপজেলার বেতগাড়া বাবুপাড়া এলাকায় পৈত্রিক ১২ শতক জমি নিয়ে দুই ভাইয়ের বিবাদে শনিবার বিকালে উভয়পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত সহ বড় ভাইয়ের ভাড়া করা সন্ত্রাসীদের আগুনে ছোট ভাইয়ের ঘর ভুস্মিভুত হয়।

এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছেন।

জানা যায়, ছোটভাই আজিবর রহমানের দখলে থাকা পৈত্রিক ১২ শতক জমি বড় ভাই দুলাল হোসেন দখলের পায়তারায় ঘটনার দিন দুপুরে বহিরাগত আটজনকে ভাড়া করে নিয়ে যায়। তারা ওই জমি দখলের চেষ্টা করলে ছোট ভাই তার লোকজন নিয়ে বাঁধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ওই জমির উপর নির্মিত ছোট ভাইয়ের দুইটি ঘরে আগুন দেয় বড় ভাই।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীর সহায়তায় পুলিশ বড় ভাইয়ের বহিরাগত ভাড়া করা লোকদের মধ্যে দুইজনকে আটক করলে বাকীরা সকলে পালিয়ে যায়।

পরে ডোমার ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে।

এ সময় বড় ভাইয়ের লোকদের হামলায় আহত হয় মেনিরা বেগম, লাকি বেগম, মালেকা বেগম, নুরেজা বেগম। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

আটককৃতরা হলেন, ডোমার পৌর এলাকার গোডাউন পাড়া এলাকার নাজিমুদ্দিনের পুত্র নাইমুল ইসলাম আবিদ (১৮), বোড়াগাড়ি ইউনিয়নের চান্দিনাপাড়া এলাকার ছবদের আলীর পুত্র জাহিদ (১৯)।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি জেনে আইনুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *