মৌলভীবাজার প্রতিনিধি ::: চীন থেকে ভয়াবহ আকারে ছড়ানো করোনা ভাইরাসে দেশেও অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় কর্মহীন, অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শহরের চৌমুহনা, পৌর পার্ক এলাকায় দুইশত অসহায় পরিবারের নিকট এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, রুমেল আহমদ, সোহাগ মিয়া,
জসিম তালুকদার, বাবলু তালুকদার, আজমল আহমেদ, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনি আহমদ, তাজুদ চৌধুরী, ফাহিমুল ইসলাম, শাহ মুরাদুর রহমান জাবের, আফজল হোসেন প্রমুখ।
এ ব্যাপারে জনি আহমদ জানান, জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায়, কর্মহীন, গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস। আমাদের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা বিএনপি’র সভাপতি জননেতা জনাব এম নাসের রহমানের নির্দেশে দুইশত অসহায় পরিবারের নিকট এসব খাদ্যসামগ্রী বিতরণ করেছি।
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, পেঁয়াজ, আলু, তৈল ইত্যাদি।
Leave a Reply