নারায়ণগঞ্জ সম্পূর্ণ লকডাউন

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে এই অবরুদ্ধ ঘোষণা কার্যকর করা হবে। তবে জরুরী পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।

অসমামরিক প্রশাসন, সশস্ত্রবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে আজকেও নারায়ণগঞ্জে ১৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *