মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::মিসরাইয়ে কর্মহারা ১৫ পত্রিকা বিক্রেতাকে খাদ্য সহায়তার করেছে উপজেলা পরিষদ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর ২টায় জোরারগঞ্জ, বারইয়ারহাট ও মিরসরাই সদরে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো: জসিম উদ্দিন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরসরাই প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মহামারির পরিস্থিতিতে সব লকডাউন হওয়ায় হকারদের পত্রিকা বিক্রিও এখন বন্ধ। প্রতিদিন প্রত্রিকার বিক্রয় করে যা রোজগার হতো তাই দিয়ে চলতো তাদের পরিবার। কিন্তু পত্রিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের একমাত্র আয়ের পথ এখন বন্ধ। অনেকের ঘরে প্রয়োজনীয় খাবার নেই। এরকম ১৫ জন হকারকে খাদ্য সহায়তা দিয়েছে মিরসরাই উপজেলা প্রশাসন। খাদ্য সহায়তা পেয়ে কিছুটা হলোও আস্বস্থ হয়েছে কর্মহারা এসব পত্রিকা বিক্রেতা।