করোনা : দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩,আক্রান্ত ৫৪

২৪ ঘণ্টা ডট নিউজ : দেশে বিগত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ২০। এছাড়া নতুন করে আরও ৫৪ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২১৮ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।

বুধবান (০৮ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, সারাদেশে ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯৮১টি পরীক্ষা করে ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন সংক্রমিত হওয়া ব্যক্তিদের মধ্যে রাজধানীতেই ৩৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন জেলার। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৩ জন ও মহিলা ২১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *