সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া এলাকার চারশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর গ্রামের দুবাই প্রবাসী সাবেক ইউপি সদস্য মোঃ সেলিম প্রকাশ সেলিম মেম্বার।
তার পক্ষে আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ১১ টায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম।
গ্রামের কর্মহীন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ৪শত পরিবারের মাঝে উক্ত শুকনো খাবার বিতরন করা হয়।
এর আগে আরো আড়াইশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। যার মধ্যে ছিল চাল, ঢাল, তেল, পিয়াজ, আলু এবং চনাবুট।
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.সেকান্দর হোসেন, ইউপি সদস্য মাঈন উদ্দিন, উত্তর জেলা যুবলীগের অর্থ সম্পাদক খোরশেদ আলম, সমাজ সেবক জাফর আহম্মদ, আবুল কালাম আজাদ বাবু, মনির আহমেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ত্রাণ বিতরনী অনুষ্ঠানে করোনা ভাইরাসের মহামারী থেকে পরিত্রাণ চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি ড.কামাল উদ্দিন আল আযহারী।
Leave a Reply