ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে নয় আওয়ামী লীগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে নয়।

যারা ছাত্ররাজনীতির নামে অপকর্ম করবে তাদের আইনের আওতায় আনা হবে। রাজনীতিবিদদের অধিকাংশেরই হাতেখড়ি ছাত্ররাজনীতি থেকে। কাজেই মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা সমাধান নয়।

আজ রবিবার (১৩ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিকেলে আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ওবায়দুল কাদেরের।

তিনি বলেন, ক্যাসিনোকাণ্ডসহ নানা অনিয়মে যাদের নাম এসেছে তারা সবাই নজরদারিতে আছেন। দলের মধ্যে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে এ অভিযোগ শুধু ঢাকায় নয় সারাদেশেই চলবে। কেউ পার পাবে না।

ওবায়দুল কাদের বলেন, যুবলীগে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সবাই নজরদারিতে, যুবলীগ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে কিনা সেটা পরে জানতে পারবেন।

এদিকে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দিতে রাজশাহী সফর করছেন ওবায়দুল কাদের। রাজশাহীতে পৌঁছার পর সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

এ সময় সেখানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌমন্ত্রী খালেদ মাহামুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।
পরে তারা রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রতিনিধি সভায় যোগ দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *