মধ্যবিত্তদের আর্তনাদের কথা

পুরো বিশ্বজুড়ে চলছে মহা প্রাণঘাতক করোনা যুদ্ধ পুরো বিশ্বের ন্যায় বাংলাদেশেও এই করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেশের জনগনের কষ্ট লাঘবে বাংলাদেশ সরকার বিদ্যুৎ,গ্যাস বিলের বিলম্ব ফ্রি মওকুফ সহ গামেন্টস শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে, করোনা পরিস্থিতি প্রভাব মোকাবেলায় ব্যবসায়ীদের মন্দা কাটাতে ইতিমধ্যে সরকারের প্রায় ৭২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষনা করেছেন, চিকিৎসা সেবায় নিয়েজিত সকলদের জন্য সুরক্ষা বীমা পুরষ্কার দিচ্ছেন আরো বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছেন।

সমস্যা হচ্ছে আমরা যারা নগরে বসবাসরত মধ্যবিত্ত ভাড়াটিয়ারা আছি। সত্যিই এই মধ্যবিত্ত পরিবার গুলোর প্রতি নজর বা দেখার মতো কেউ নেই। দেশের এই করোনা পরিস্থিতি মাত্রা যদি আরো ভয়াবহতা ধারন করে এবং সারাবিশ্বে সহ দেশের পরিস্থিতি যে হারে দিন দিন অবনতির দিকে যাচ্ছে এই মধ্যবিত্ত পরিবার গুলোর অবস্থা চরম ভয়াবহতার দিকে এগিয়ে চলছে । এই মধ্যবিত্তদের অনেককিছু ম্যানেজ করে চলতে হয়। এই মধ্যবিত্ত পরিবার গুলো সমাজে না পারে পিছনে ফিরতে, না পারে কারো কাছে হাত পেতে সাহায্য নিতে।এই মধ্যবিত্তদের মাস শেষ হলেই উপার্জিত আয়ের বড় একটা অংশ বাসা ভাড়া দিতেই গিয়েই প্রায় খরচ হয়ে যায় । যদি এমন করে লক ডাউন চলতেই থাকে তবে বেশিরভাগেই মধ্যবিত্ত পরিবার গুলোর আয় রোজগারে ব্যাপকভাবে এই চাপের প্রভাব পড়বে।

তখন এই মধ্যবিত্তদের বাসা ভাড়া তো দূরের কথা নিত্যদিনের খরচ গুলোই মেটাতে পারবেনা অনেকেই।

আর যারা চাকরীজীবি ও ছোটখাটো ব্যবসা-বাণিজ্য করে কোনরকম রোজগারের মাধ্যমে পরিবার গুলো চালায় কি হবে এই মধ্যবিত্ত পরিবার গুলোর একমাত্র ওই সৃষ্টিকর্তাই জানেন!!
এভাবে চলতে থাকলে আর বেশ কিছুদিন এই মানুষগুলোকে আয় শূণ্য হতে হবে। আমাদের মতো এইসব বেশিরভাগই মধ্যবিত্ত পরিবার গুলোর নেই কোন জমাকৃর্ত অর্থ ব্যাংক ব্যালেন্স বা কোন ধনসম্পদ, এমন করে এই বেহালদশা দিন দিন চলতে থাকলে আগামী দিনগুলোতে এই অবস্থা হবে খুবই মারাত্মক।

আমরা এই মধ্যবিত্ত পরিবার গুলো কিভাবে জীবনযাপন করবো ভাবতে পাচ্ছি না।

অতএব, দেশের ভয়াবহ এই অবস্থার কথা বিবেচনা করে বাসা ভাড়া মওকুফের এর ব্যাপারে মানবিক দৃষ্টিকোন থেকে সরকার এবং বাড়িওয়ালাদের যৌথভাবে ভেবে দেখা উচিত বলে মনে করছি। ইতিমধ্যে ঢাকার অনেক হৃদয়বান বাড়িওয়ালারা দেশের এই ক্লান্তিলগ্নে করোনা পরিস্থিতির কারণে তারা বাড়ি ভাড়া নিবেন না বলে ঘোষণা দিয়েছেন।

আমাদের এই চট্টগ্রাম নগরীতে তেমন কোন বাড়িওয়ালা এখনো পর্যন্ত এমন উদার মানুষিকতার পরিচয় দিয়ে এগিয়ে আসতে দেখা যায়নি!!!

দেশের এই করুন পরিস্থিতির মধ্যে বাড়ি ভাড়া নামক এই চাপ থেকে কেউ কি আছে যারা এই মানুষগুলোর দিকে তাকাবে,, এই মানুষগুলোকে এই চাপ প্রয়োগের হাত থেকে কে রক্ষা করবে???

রিজাদুল হক টিপু
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *