মিরসরাই প্রতিনিধি ::: করোনা ভাইরাসের কারণে কোনঠাসা হয়ে পড়া বিপদগ্রস্থ মানুষের সহায়তায় গৃহীত ত্রাণ কর্মসূচী বাস্তবায়নের লক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাত লক্ষ টাকার অনুদান দিয়েছেন মিরসরাই উপজেলা শিক্ষা অফিসের অন্তর্ভূক্ত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দেশজুড়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন দেখা দেওয়ায় মানবিক কাজে দেশের মানুষের সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর এই অর্থ প্রেরণ করা হয়।
বুধবার (০৮ এপ্রিল) সোনালী ব্যাংকের মিরসরাই শাখা থেকে একই ব্যাংকের গণভবন শাখায় এই অর্থ জমা দেন মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী আরিফ জানান, করোনা ভাইরাস এর প্রাদূর্বাবের কারনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার লক্ষ্যে উপজেলা শিক্ষা অফিস মিরসরাই এর আওতাধীন শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী কর্তৃক ৭,০৮,৬২২/- (সাত লক্ষ আট হাজার ছয়শত বাইশ টাকা) মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, এই ভাইরাস সংক্রমনের সংকটে মানবতার ডাকে সাড়া দিয়ে আমাদের মিরসরাইয়ের শিক্ষা অফিসের সাথে জড়িত শিক্ষক, কর্মচারী এবং শিক্ষা অফিসের সাথে সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি তহবিল গঠন করে এই অনুদান প্রদান করা হয়।
প্রসঙ্গত : গোলাম রহমান চৌধুরী ২০১৯ সালে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা এবং পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা হাওয়ার গৌরব অর্জন করেন। তিনি মিরসরাইয়ের জনপদে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করে শিক্ষার মান-উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
Leave a Reply