তিন জনের উদ্যোগে সিএমপি’র বন্দর জোনে এ্যাম্বুলেন্স প্রদান

এপেক্স ক্লাবস অফ বাংলাদেশ’র জেলা-৩ এর গর্ভনর এপেক্সিয়ান বেলাল হোসেন, মের্সাস রক্সি কন্সট্রাকশন’র স্বত্তাধিকারী মনসুর আলম এবং মের্সাস সাগর মোটর ওয়ার্কস এর স্বত্তাধিকারী সুনীল কান্তি দের যৌথ উদ্দ্যোগে পুলিশ সদস্য এবং করোনা আক্রান্ত রোগীদের ২৪ ঘণ্টা জরুরী এ্যাম্বুলেন্স সেবা প্রদানের লক্ষ্যে দূর্যোগকালীন সময়ের জন্য একটি এ্যাম্বুলেন্স বৃহস্পতিবার (৯ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(বন্দর) হামিদুল আলম এর নিকট হস্তান্তর করা হয়।

এছাড়া করোনার দুর্যোগকালীন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নিজেদের সুরক্ষার স্বার্থে ব্যবহারের জন্য এপেক্সিয়ান বেলালের ব্যাক্তিগত পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(বন্দর) হামিদুল আলম এর কাছে হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়।

এ বিষয়ে এপেক্সিয়ান বেলাল বলেন,করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে বাংলাদেশের সচেতন নাগরিকরা নিজেদের নিরাপত্তার স্বার্থে যার যার ঘরে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছেন। আমাদের দেশের নাগরিকরা যাতে নিজ গৃহে নিশ্চিন্তে থাকতে পারে সে জন্য, দেশের জন্য নিজেদের পরিবার, নিরাপত্তা সবকিছু ত্যাগ করে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। অথচ উনাদের শারিরীক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের সাপ্লাই প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই সেই সকল পুলিশ সদস্যদের নিজেদের নিরাপত্তার জন্য হ্যান্ড স্যানিটাইজার প্রদান করলাম।

তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীদের জরুরি হাসপাতালে স্থানান্তরের জন্য আমাদের তিনজনের সম্মিলিত উদ্দ্যোগে দূর্যোগকালীন সময়ের জন্য সিএমপির বন্দর জোনে একটি এ্যাম্বুলেন্স প্রদান করেছি।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *