করোনা মোকাবেলায় যশোরের মথুরাপুর গ্রামে নানা উদ্যোগ গ্রহণ

মেহেদী হাসান,চবি প্রতিনিধি,যশোর থেকেঃ সারাবিশ্বে জালের মতো ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। করোনাভাইরাসের প্রকোপ থেকে বাচার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে যশোর জেলার সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মথুরাপুর গ্রামবাসী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল)মথুরাপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে প্রতিটি বাড়িতে ছিটানো হয় জীবাণুনাশক। সকাল ৯ টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে শেষ হয় বেলা ১২ টায়।

এসময় হ্যান্ডমাইক এর মাধ্যমে পুরো গ্রামে করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতার সৃষ্টি করা হয়। এসময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিনা কারণে বাড়ির বাইরে না যাওয়া ও আত্মীয় স্বজনরা যেন এ সংকটময় সময়ে না আসে সে ব্যাপারে সচেতনতার সৃষ্টি করা হয়।

গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, গ্রামের তিনটা প্রধান সড়কে বাশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে।

বাইরে থেকে কেউ গ্রামে প্রবেশ করলে তার সারা শরীরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক একই সময় তাদের সচেতনও করা হচ্ছে এবং গ্রামে বাইরে থেকে আসা কোনো ব্যক্তির অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। গ্রামের বাসিন্দারাও গ্রামের বাইরে বিনা কারণে যেতে পারবেন না।

মথুরাপুর গ্রামের বাসিন্দা সোহানুর রহমান শিমু বলেন, করোনাভাইরাস মোকাবেলার জন্য আমরা সারা গ্রামে জীবাণুনাশক ছিটিয়েছি।

বাইরে থেকে যেন কেউ এই ভাইরাস নিয়ে প্রবেশ না করতে পারে তার জন্য আমরা তিনটি স্থানে চেক পয়েন্ট বসিয়ে গ্রামে প্রবেশরতদের গায়ে জীবাণুনাশক ছিটাচ্ছি। আশা করছি এইসব পদক্ষেপের মাধ্যমে গ্রামের মানুষকে নিরাপদে রাখতে পারবো। বাংলাদেশের প্রতিটা গ্রামে এমন পদক্ষেপ নেওয়া উচিৎ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *