চট্টগ্রামে আরও ২ জন করোনায় আক্রান্ত,মোট ৭

চট্টগ্রামের ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭-এ দাঁড়ালো।

শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. শাহরিয়ার কবির এ তথ্য জানান।

তিনি ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে আরও দু’জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭ জন।

শুক্রবার করোনা ভাইরাস শনাক্ত হওয়া দু’জনের মধ্যে একজনের বাড়ি নগরের ফিরিঙ্গি বাজার এলাকায়। অন্য জনের বাড়ি সাউথ খুলশী, ইস্পাহানী এলাকায়। দুজনের বয়স যথক্রমে ৪৫ ও ৩৫।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *