বন্ধ হলি ক্রিসেন্টকে করোনা হাসপাতাল করা হচ্ছে:চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ. জ. ম. নাছির উদ্দীন বলেছেন, প্রাণঘাতী করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে। যাকে শুধুমাত্র সূদৃঢ় মনোবলে আতংক ও ভয়কে জয় করার মানসিকতায় আমরা অবশ্যই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হব।

তিনি বলেন, শুধুমাত্র রাষ্ট্রীয় ও সরকারি উদ্যোগ নয়, বেসরকারি ও সামাজিক উদ্যোগই সংকট মোচনের প্রধান অবলম্বন। এই উপলব্ধি থেকে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকা হলি ক্রিসেন্ট হাসপাতালে শুধুমাত্র করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত ও চিকিৎসা সেবা প্রদানে একটি পূর্ণাঙ্গ ১শত শয্যা বিশিষ্ঠ হাসপাতাল অচিরেই চালু হওয়ার পথে। তাই আমাদের মাঝে সংকট উত্তোরনের আশা জাগিয়েছে। এই হাসপাতালে থাকবে ভেন্টিলেটর সহ ২০ বেডের আইসিইউ ইউনিট।

এই মহতীকাজে সহযোগিতার জন্য চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনকে উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, এই হাসপাতালকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

তিনি আজ শনিবার অপরাহ্নে নগরীর জাকির হোসেন রোডস্থ হলি ক্রিসেন্ট হাসপাতালকে করোনা ভাইরাস হাসপাতালে উন্নীতকরণ কার্যক্রম পরিদর্শনকালে একথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, এই হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানে আধুনিক ও প্রযুক্তিগত উৎকর্ষ ও সক্ষমতা অর্জনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি জানান এই হাসপাতালকে একটি কার্যকর সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভাগীয় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন, বিদ্যুৎ,গ্যাস, ওয়াসা,টিএন্ডটিসহ সকল সরকারি ও আধাসরকারি সেবা সংস্থা কর্তৃপক্ষের সাথে সম্পৃক্ততা আনায়নে একটি সমন্বয় বৈঠক আগামীকাল টাইগারপস্থ চসিক সম্মেলন কক্ষে বেলা ১ টায় অনুষ্ঠিত হবে। এই বৈঠকের গৃহিত সিদ্ধান্তের আলোকে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হবে। আশা করা যাচ্ছে আগামী ২৫ শে এপ্রিল এই হাসপালটি আনুষ্ঠানিকভাবে চালু করা যাবে। মেয়র চসিক পরিচালিত জেনারেল হাসপাতালেও করোনা ইউনিট চালু করার সিদ্ধান্ত জানান।

পরিদর্শনকালে চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী,বিএমএ সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. লেয়াকত আলী খান, ডা. মো. ইউসুফ, ডা. এ টি এম রেজাউল করিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দেওয়ান বাজারে মশক নিধনের ক্রাশ প্রোগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মশা নিধন ক্রাশ প্রোগ্রামের আজ তৃতীয় দিনে নগরীর দেওয়ান বাজার ওয়ার্ডে খলিফাপট্টি সংলগ্ন চাক্তাই খালের পাড়ে এই কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।

এসময় তিনি বলেন, শুধু ঔষধ ছিটিয়ে মশা নিধন করা সম্ভব নয়। তাই মশার উৎপত্তিস্থলগুলো চিহ্নিত করে তা অপসারণ এবং যত্রতত্র যাতে আবর্জনার স্তুপ তৈরী না হয় সেজন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, ডেঙ্গু রোগের উৎস এডিস মশা। এই মশা জন্ম হয় জমে থাকা পরিস্কার পানিতে বিশেষ করে ডাবের খোল,ফুলের টব,এসির জমে থাকা পানি,পরিত্যক্ত প্লাষ্টিক বোতল অর্থাৎ যেসব জায়গায় ও বস্তুতে পরিস্কার পানি জমে থাকে সেখান থেকে দ্রুত সরিয়ে ফেলতে হবে।

তিনি উল্লেখ করেন যে, আজ শনিবার সকালে এই ক্রাশ প্রোগ্রাম এসময় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মোহাম্মদ আলী,আবদুল্লাহ আল হারুন, মো. এনাম, সজল সেন, মো. সাজ্জাদ, মো. রাসেল, হিমেল চৌধুরী,মো. রুবেল, আলাউদ্দিন, হেনজা, শুভ, মো. রাকিব, মো. সাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর ব্যক্তিগত উদ্যোগে ক্রয়কৃত ২৫ টি স্প্রে মেশিনের সাহায্যে এই ক্রাশ প্রোগ্রামে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের ২৫ জন সদস্য।

এসময় মেয়র তাদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়ে বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি এভাবে প্রত্যোকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব।

তিনি বলেন, অগ্রিম সতকর্তা অবলম্বনে গত বছরও আমরা অন্যান্য জেলার চেয়ে মশা নিধনে এগিয়ে ছিলাম। আশা করছি এবরাও আমরা সফল হবো। পরে কাজেম আলী বাই লেইন ও ফতে আলী মাতবর লেইন মহল্লা কমিটির কার্যালয় উদ্বোধন করেন মেয়র।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *