২৪ ঘণ্টা স্বাস্থ্য ডেস্ক || প্রাণঘাতী করোনা ভইরাসের তান্ডবে পুরো বিশ্ব যখন দিশেহারা। লাশের পর লাশের রেকর্ড গড়ছে ইউরোপের দেশগুলো ঠিক সেই মুহুর্তে আবারো হানা দিয়েছে আরেক ভাইরাস।
ইবোলা ভাইরাসের আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
হু জানিয়েছে, কঙ্গোতে নতুন করে ইবোলা হানা দিয়েছে এবং এতে একজন মারা গেছেন। মৃত ব্যক্তি কয়েকটি উপসর্গ নিয়ে সম্প্রতি দেশটির বেনি শহরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
বৃহস্পতিবার সকালে ২৬ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।
প্রসঙ্গত, ২০১৮ সালে ইবোলা প্রাদুর্ভাব শুরুর পর থেকে কঙ্গোতেই এতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ২০০ জন। তবে গেল ৫২ দিন এ ভাইরাসের কোনো সংক্রমণের তথ্য পাওয়া যায়নি।
২৪ ঘণ্টা/ আর এস পি
Leave a Reply