গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধি:::ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়ীর কাঁচাবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে স্থানান্তর করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে কাচাবাজারের ব্যাবসায়ীরা তাদের মালামাল নিয়ে বড় মাঠে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অস্থায়ী ভাবে দোকান বসায়। এর আগে গত শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলে বাজার
স্থানান্তরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
দুপুরে কাঁচা বাজার পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম। তিনি জানান, এখন থেকে প্রতিদিন সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কাচা বাজার চলবে।এ খানেই সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে জনসাধারণ কাঁচা বাজার ক্রয় করতে পারবেন। কালিবাড়িতে জায়গা কম থাকায় সেখানে দূরত্ব বজায় রাখা সম্ভব না হওয়ায় বাজার এখানে স্থানান্তর করা হয়েছে।
Leave a Reply