লকডাউন ঘোষিত এলাকাতেও চালু সরকারি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম

২৪ ঘণ্টা জাতীয় ডেস্ক || প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন জেলা, উপজেলা, শহর ও গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।

তবে দেশের সাধারণ জনগনের সুবিধার্থে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে লকডাউন ঘোষিত এলাকাতেও সীমিত আকারে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক।

এই নির্দেশনার আলোকে আজ রবিবার থেকে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো লকডাউন এলাকায়ও ব্যাংকিং কার‌্যক্রম চালু রেখেছে।

ট্রেজারি কার্যক্রম, সরকারি ভাতা ও অনুদান বিতরণ এবং জনসাধারণের অতি জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর জন্য এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার রাষ্ট্রায়ত্ব সোনালি, রূপালি, জনতা, অগ্রণী, বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এই নিয়ম মেনে চলেছে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের একই বিভাগ থেকে লকডাউন ঘোষিত এলাকায় ব্যাংকের শাখাসমূহ বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

জনসাধারণের আর্থিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ট্রেজারি কার্যক্রম, সরকারি ভাতা ও অনুদান বিতরণ এবং জনসাধারণের অতি জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর জন্য সরকার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে লকডাউন ঘোষিত এলাকাতেও সীমিত আকারে ব্যাংকিং চালু রাখতে হবে।

২৪ ঘণ্টা/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *