করোনা:নগর জুড়ে দিনভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব ও হোম কোয়ারান্টাইন নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং করতে নগর জুড়ে দিনভর অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় বিভিন্ন অনিয়ম ও আইন অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন -২০১৮ অনুসারে ২৪টি মামলায় ৪৪হাজার ৭শত টাকা জরিমানা করেন জেল প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দ্বারা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ( ১২ এপ্রিল) নগরীর ১১টি থানা এলাকায় এ অভিযানে নামে ভ্রাম্যমাণ আাদালত।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে নগরের সদরঘাট, কোতোয়ালী ও ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে ১১টি মামলায় ৩ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়। এছাড়া চান্দগাঁও, পাচলাইশ, খুলশী থানায় এলাকায় অভিযান চালিয়ে ৫টি মামলায় ১৬হাজার টাকা জরিমানা করে আদলত। এ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়।

নগরীর পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকার দুইটি রড- সিমেন্টের দোকান খোলা রাখায়, কর্ণেলহাট কাঁচাবাজার পরিদর্শনে অনিয়ম ধরা পড়ায় এক দোকানদারকে, হালিশহর এলাকায় সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক না পরায় ৪টি মামলায় ১৭হাজার টাকা জরিমানা করেছে আদালত।

এসময় আদালত নগরের কয়েকটি গার্মেন্টসের সামনে বকেয়া বেতনভাতার জন্য জড়ো হলে তাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয় এবং ফোন করে মালিক পক্ষকে এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করেন।

ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন চাঁদগাও, বাকলিয়া ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা ৪ টি
৮হাজার টাকা জরিমানা করেছেন।

এছাড়া আরও ৪ টি ভ্রাম্যমান আদালত চলমান আছে বলে জানান জেলা প্রশাসনের জনসংযোগ কর্মকর্তা মাসুদুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *