২৪ ঘণ্টা ডট নিউজ। রাঙ্গামাটি প্রতিনিধি || রাঙ্গামাটি জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু হয়েছে।
রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
তিনি জানান, ওই ব্যক্তি জ্বর-কাশি নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসলে তাকে আইসোলেশনে ভর্তি করানো হয়। তার রক্তের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, মারা যাওয়া ওই রোগী দীর্ঘদিন ধরে টিবি রোগে ভুগছিলেন। এ অবস্থায় শনিবার রাঙামাটি হাসপাতালে আসলে পরিস্থিতি বিবেচনায় তাকে করোনার আইসোলেশনে ভর্তি করানো হয়।
এ পর্যন্ত রাঙামাটিতে মোট ৪৬ জনের রক্তের নমুনা সংগ্রহ করে ৩৬টির ফলাফলে কারো শরীরে করোনা সনাক্ত হয়নি।
২৪ ঘণ্টা/ আর এস পি
Leave a Reply