পা কেটে উল্লাস : দুই আ’লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে গতকাল রোববার ঘটে যাওয়া দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান ও অপর গ্রুপের দলনেতা কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতা কাউসার মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেফতারের সংখ্যা ৪২ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন।

পুলিশের একটি সূত্র জানায়, সংঘর্ষের ঘটনার মূলহোতা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানকে সোমবার ভোরে ঢাকার কলাবাগান থেকে ও থানাকান্দি গ্রামের কাউছার মোল্লাকে রোববার গভীর রাতে আশুগঞ্জের বায়েরক গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ওই দুজনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, প্রায় তিন যুগ ধরে চলা এই বিরোধের নেতৃত্বে ছিলেন ওই গ্রামের আবু মেম্বার ও মোসলেম মেম্বার। বাধ্যর্কজনিত কারণে তারা নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর আবু মেম্বারের দলের নেতৃত্ব আসেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান আর মোসলেম মেম্বারের দলের নেতৃত্বে আসেন থানাকান্দি গ্রামের সর্দার কাউসার মোল্লা। তাদের বিরোধের কারণে গত কয়েক বছরে ৪ জন খুন হয়েছে, আরো বিভিন্ন ঘটনায় মারা গেছে ৫ জন। আহত হয়েছেন হাজারো মানুষ। ওই গ্রামে এমন কোনো বাড়ি ঘড় নেই যে বাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেনি।

দীর্ঘদিন ধরে চলে আসা ওই বিরোধের জের ধরে রোববার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে জিল্লুর রহমানের সমর্থক মোবারক মিয়ার (৪৫) এক পা কেটে নিয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে গ্রামে আনন্দ মিছিল করে আবু কাউসার মোল্লার সমর্থকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *