সরকারি নির্দেশ অমান্য| হাটহাজারীতে চালু কারখানা বন্ধ করল প্রশাসন সাথে জরিমানা

২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি || করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দূর্যোগে দেশ যখন এক ক্রান্তিময় সময় পার করছে ঠিক এমনি সময়ে সরকারি আদেশ অমান্য করে কারখানা খোলা রেখে মোমবাতি তৈরি করা হচ্ছে।

গোপনে খবর পেয়ে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়াডের্র আলীপুর মোমবাতি কারখানাটি অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় কারখানার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করে চালু কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

আজ ১৩ এপ্রিল (সোমবার) পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মান রুহুল আমিন। এসময় কারখানাটিতে কর্মরত ২০ জন শ্রমিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১০ দিনের ত্রাণ ভর্তি ভালবাসার থলে প্রদান করা হয়।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের বলেন, সরকারি আদেশ অমান্য করে কারখানা খোলা রাখা এবং সামাজিক দুরুত্ব নিশ্চিত না কারায় কারখানা মালিককে ৫০০০ টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

২৪ঘণ্টা/ পারভেজ/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *