সীতাকুণ্ড প্রতিনিধি:::সীতাকুণ্ড উপজেলায় বাড়কুণ্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক অজ্ঞাত নারী (৪৫) নিহত হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) রাত নয়টার দিকে বাড়বকুন্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঐ অজ্ঞাত নারীর গুরুতর আহত হন। আহত ওই নারীকে ঘটনাস্থল থেকে কুমিরা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে। চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ইনচার্জ মো সাইদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই আহত নারীকে উদ্ধার করি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। যেহেতু ওই মহিলার পরিচিত কোনো আত্মীয়-স্বজন নেই সে কারণে সুরতাল ও আইনি প্রক্রিয়া শেষ করে লাশ আঞ্জুমান মুহিদুল ইসলামে দাফনের জন্য হস্তান্তর করা হবে।
Leave a Reply