চট্টগ্রামে সামাজিক দূরত্ব না মানায় জরিমানা

চট্টগ্রামে সামাজিক দূরত্ব না মানায় বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নগর জুড়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

বন্দর, ইপিজেড, পতেঙ্গা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান। তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করায় নাহার এন্টার প্রাইজ কে ১০হাজার টাকা,বেস্ট বাই ১৫হাজার টাকা, সাইদী ইলেক্ট্রনিকসকে ২০ হাজার টাকা, ভাই ভাই রেস্টুরেন্টকে ১হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডবলমুরিং,সদরঘাট ও কোতোয়ালি এলাকায়। তিনি জানান, বাজারে মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৩ টি দোকানকে ২হাজার টাকা, ১টি সেলুনকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরকারি নির্দেশনা না মেনে চান্দগাঁও, চকবাজার ও বাকলিয়ায় দোকান খোলা রাখায় ৩টি দোকানকে আড়াই হাজার টাকা, সামাজিক দুরত্ব বজায় না রাখায় ৬টি মামলায় ২হাজার ৪৫০টাকা, বাজার মনিটরিং এর অংশ হিসেবে একটি দোকানকে ৫হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের ভ্রাম্যমাণ আদালত।

এসময় বাজারসহ অন্যান্য স্থান যেখানে লোক সমাগম সাধারণত বেশী সে সব স্থান মনিটর করা হয়, মাইকিং করে সচেতন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আকবরশাহ,পাহাড়তলী,হালিশহর থানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, ৫টি মামলায় ২হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে।

বায়োজিদ, খুলশি, পাঁচলাইশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার। অভিযানে ৭টি মামলায় সাড়ে ৯হাজার টাকা জরিমানা করা হয়।

নগরীর চান্দগাঁও, বাকলিয়া ও চকবাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। অভিযানে ৬টি মামলায় ৩হাজার ৭শত টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত পাহাড়তলী, আকবরশাহ ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে ৭টি মামলায়
৩২হাজার ১৫০ টাকা জরিমানা করেছেন।

পতেঙ্গা, বন্দর ও ইপিজেডে সামাজিক দুরত্ব ও সরকারি আদেশ অমান্য করায় ৯টি মামলায় সাড়ে ১২হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের ভ্রাম্যমাণ আদালত ৭টি মামলায় ২ হাজার ১শত টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি মামলায় ১হাজার ৮৫০টাকা জরিমানা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *