চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ১১

চট্টগ্রামে বিগত ২৪ ঘণ্টায় আরও ১১ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া নোয়াখালী জেলার একজনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১১৮টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জন। এনিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া ২৭ গেছে জন।

চট্টগ্রামে নতুন শনাক্ত ১১ জনের মধ্যে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা হাক্কানি পেট্রোল এলাকার চারজন। তাদের বয়স যথাক্রমে, মহিলা (১৮) বছর, পুরুষ(২১) বছর, পুরুষ(২৪), মহিলা (৪০) বছর, বোয়ালখালী উপজেলার (৭০) বছর, তিনি নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নগরীর পাচঁলাইশ কাতালগঞ্জের পুরুষ ডাক্তার (২৮) বছর। সাতকানিয়া উপজেলার ইছামতি আলীনগর ৫ জন, যথাক্রমে, ৩০ বছর, ২৭ বছর, ২৫ বছর ও ২৭ বছর।

এছাড়া একজন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পশ্চিম চাদঁপুরের মহিলা বয়স ২৭ বছর।

নতুন শনাক্ত হওয়া এই ১১ জনসহ চট্টগ্রামে করোনা পজেটিভ রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৭ জনে। এর মধ্যে নগরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ১৫জন। বাকি ১২ জনের ৮ জন সাতকানিয়া, ২ জন সীতাকুণ্ড, ১ জন বোয়ালখালীর ও একজন পটিয়ার। এর বাইরে লক্ষ্মীপুর জেলার ২ ও নোয়াখালীর ১ জনও শনাক্ত হয়েছেন বিআইটিআইডির ল্যাব টেস্টে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *