এবার পায়ে দেখা যাচ্ছে করোনার লক্ষণ!

স্পেনের একদল বিশেষজ্ঞ মানুষজনের পায়ে ‘বসন্তের মতো’ চিহ্ন দেখার পর, এর সঙ্গে করোনাভাইরাসের (কোভিড-১৯) কোনও সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে। স্পেনের জেনারেল কাউন্সিল অব অফিসিয়াল পোডিয়াট্রিস্ট কলেজ বলছে, এটি প্রাণঘাতী ভাইরাসের প্রাথমিক লক্ষণ হতে পারে। এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

এক বিবৃতিতে এই সংগঠনটি জানিয়েছে, ইতালি, ফ্রান্স ও স্পেনে করোনায় আক্রান্ত বহু রোগী পায়ে এ ধরনের চিহ্ন দেখা গেছে। এটিকে একটি ‘কৌতূহলী আবিষ্কার’ বলেও মন্তব্য করেছেন তারা।

করোনায় আক্রান্তদের মধ্যে বিশেষ করে কিশোর ও শিশুদের পায়ে এ ধরনের চিহ্ন দেখা গেছে। তবে কিছু কিছু প্রাপ্তবয়স্ক মানুষের পায়েও এ ধরনের চিহ্ন দেখা গেছে।

বিবৃতিতে বলা হয়, এগুলো বেগুনি ক্ষত (চিকেনপক্স, হাম বা চিলব্লেনের মতো) যা সাধারণত পায়ের আঙ্গুলের উপর প্রদর্শিত হয় এবং সেরে যাওয়ার পর কোনও চিহ্ন থাকে।

সেখানে বলা হয়েছে, পোডোলজিস্ট কাউন্সিল তাদের আওতাভুক্ত কলেজ এবং এর সদস্যদের সজাগ থাকার জন্য অনুরোধ করেছে কারণ এটি করোনার লক্ষণ হতে পারে।

স্থানীয় গণমাধ্যম বলছে, যদি এই রোগের সঙ্গে ক্ষত চিহ্নের সম্পর্ক প্রমাণ করা যায়, তাহলে করোনার লক্ষণ দেখা যায় না এমন রোগী শনাক্ত সহজ হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *