করোনায় মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে, ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানি প্রায় ৭ হাজার

করোনা ভাইরাস

২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক || মহামারী করোনায় মৃতের সংখ্যায় সবদেশকে ছাপিয়ে গেল যুক্তরাষ্ট্র। তাছাড়া গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে সর্বাধিক মৃত্যুর রেকর্ডও এখন মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্যানুযায়ী, এ মহামারীতে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ হাজার ৪০৭ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০০ জনে।

সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের, মারা গেছে ১০ হাজারেও বেশি মানুষ। এদের মধ্যে শতাধিক বাংলাদেশিও আছেন। ফলে করোনায় মৃতের সংখ্যায় সবদেশকে ছাপিয়ে গেল যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতদের পরিসংখ্যান জানানোর আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে মারা গেছে ৬ হাজার ৯৮১ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে মৃত্যুর মিছিলে দ্বিতীয় স্থানে থাকা ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৬০২ জন মারা গেছে। সব মিলিয়ে ইউরোপের এ দেশটিতে মৃত বেড়ে হয়েছে ২১ হাজার ৬৭ জন।

স্পেনেও একদিনে নতুন করে ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃত বেড়ে হয়েছে ১৮ হাজার ২৫৫। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৭৬২ মৃত্যু হয়েছে, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭২৯ জনের।

জার্মানিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৯৫ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩০১ জন। এদিকে ব্রিটেনে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৭৭৮ জনের মৃত্যু হয়েছে।

ইরানে নতুন করে ৯৮ জন মারা গেছে। ভারতে একদিনে মারা গেছে ৩৮ জন। পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ জন। মোটের মৃতের সংখ্যা ৯৬। ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৬০ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে মারা গেছে আরও ৭ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছে ২০৯ জন। এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ১২ জন এবং মারা গেছে ৪৭ জন।

২৪ ঘণ্টা/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *