পুরো বিশ্বকে যেন স্থবির ও সর্বশান্ত করে দিয়েছে করোনা ভাইরাসের (কোভিড-১৯) থাবা। দিন দিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এবার এ মিছিলে নাম লেখালেন বাংলাদেশের এক সময়ের পল্লীগীতির জনপ্রিয় শিল্পী বীনা মজুমদার।
বীনা মজুমদার বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী ছিলেন তিনি। বেশ কয়েক বছর ধরেই নিউইয়র্কে বসবাস করতেন।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। করোনায় তার মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন নিউইয়র্ক প্রবাসী মিলি সুলতানা।
মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মিলি সুলতানা লিখেন, ‘করোনার মুহুর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীনা মজুমদার।’
দীর্ঘদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বীনা। কিছুটা অসুস্থ শরীর নিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন কয়েক বছর আগে। তবে চিকিৎসা নিয়ে ভালোই ছিলেন তিনি। অবশেষে করোনার কাছে হার মেনে তাকে পাড়ি জমাতে হলো পরপারে। তার মৃত্যুতে শুভাকাঙ্ক্ষীরা সমবেদনা জানাচ্ছেন সোশাল মিডিয়াতে।
Leave a Reply