ডা.শাহাদাতের পক্ষে গরীব অসহায় শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত

নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে গরীব ও অসহায়দের জন্য ডা. শাহাদাত  ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে মন্তব্য করে চট্টগ্রাম মহানগর বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি বলেছেন, কর্মজীবী মানুষ আজ গৃহবন্দি । সরকারি নির্দেশনার কারণে ঘর থেকে বের হতে পারছে না। কিন্তু সরকারের পর্যাপ্ত ত্রাণ ও পাচ্ছো না এই অসহায় দরিদ্র জনসাধারণ। গরীব অসহায়দের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণ আত্মসাতের খবর পত্রপত্রিকার সয়লাব হয়ে গেছে। ত্রাণ চোরদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে হবে। যারা গরিবের পেটে লাথি মারে তারা কখনো জনপ্রতিনিধি হতে পারে না।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর ফলে সরকার আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সবকিছু বন্ধ ঘোষণা করা করার ফলে দেশের কর্মহীন অসহায় দরিদ্র মানুষ কষ্টের মধ্যে দিনাতিপাত করছে।

এ অবস্থায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে প্রতিদিন সাধারণমানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখে ডা. শাহাদাত হোসেন দলের নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী পাশে দাঁড়িয়েছে। দিন দিন করোনা পরিস্থিতি বেড়েই চলছে। তাই এই মুহূর্তে সবাইকে ঘরে থেকে বাহির না হয়ে নিজেকে নিরাপদ রাখতে হবে।

তিনি আজ বুধবার (১৫ এপ্রিল)  দুপুরে নগরীর প্রবর্তকস্ত ট্রিটমেন্ট হাসপাতালের সামনে গরীব অসহায় দুস্থদের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, চট্টগ্রাম নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী(মারুফ), সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে ৪২নং পূর্ব নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড ও ৪ নং চাঁদগাও ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাংবাদিক জাহিদুল করিম কচি সহ নেতৃবৃন্দ।

এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও করোনা সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *