যার কারণে পরিবার ধ্বংস তাকে ধ্বংস করছি/ফেসবুক লাইভে স্ত্রীকে হত্যা করল স্বামী!

২৪ ঘণ্টা নিউজ ডেস্ক || সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেনীর টুটুল ভুইয়া নামের একটি আইডি থেকে লাইভে এসে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে নৃশংসভাবে খুন করেছে স্বামী।

আজ ১৫ এপ্রিল বুধবার সোয়া ১টার দিকে ফেসবুকে নৃশংস ভিডিও ছড়িয়ে পড়লেও খুনের লাইভ ভিডিওটি ঘণ্টাখানেক পর আর টুটুলের প্রোফাইলে পাওয়া যায়নি।

তবে এমন ঘটনার অভিযোগ পেয়ে লাইভ ভিডিওকারী স্ত্রী হত্যায় অভিযুক্ত ওই স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন।

তিনি বলেন, এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তবে এখনও মামলা হয়নি।

পুলিশ জানিয়েছে অভিযুক্ত টুটুল ভুইয়ার বাড়ি ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাড়াঈপুর এলাকায়। টুটুল ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন এবং সন্তানদের নিয়ে তার স্ত্রী বাড়িতেই থাকতেন বলে জানা গেছে।

হত্যার আগে ফেসবুক লাইভে টুটুল ভুইয়া বলেন, ‘প্রিয় দেশবাসী, আমাকে ক্ষমা করে দেবেন, আজকে আমার কারণে আমার পরিবার ধ্বংস। যার কারণে ধ্বংস আজকে তারে আমি এ মুহূর্তে ধ্বংস করে দিলাম। আমি চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, পারি নাই।

আল্লাহর ওয়াস্তে সবাই আমাকে মাফ করে দেবেন। আমার এতিম মেয়েটার খেয়াল রাখবেন। আমার ভাইবোনগুলোর খেয়াল রাখিয়েন।

আমার পরিবার ভাইবোনগুলার কোনো দোষ নাই। কেউ এটাতে সম্পৃক্ত না। আমি আমার আজকের এ ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী।

প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা ভাইরাল করেন। যেন মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। আর এ ঘটনার জন্য আমিই একমাত্র দায়ী। কেউ না।’

এরপর দা হাতে নিয়ে ছুটে যান টুটুল। এক কোপ, দুই কোপ, তিন কোপ এভাবে ৯টি কোপ দেন স্ত্রীকে। এরপর তার স্ত্রী লুটিয়ে পড়েন মাটিতে।

পুলিশ জানিয়েছে, টুটুলের প্রোফাইলে লাইভ ভিডিও তারা পায়নি। তবে তার পোস্টগুলো যাচাই-বাছাই চলছে। নিহতের স্বজনরা মামলা করলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

২৪ ঘণ্টা/ আর এস পি

Comments

One response to “যার কারণে পরিবার ধ্বংস তাকে ধ্বংস করছি/ফেসবুক লাইভে স্ত্রীকে হত্যা করল স্বামী!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *