ডিলারশীপ হারাচ্ছে সন্দ্বীপের রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক:::গ্রাহককে চাল কম দেওয়ার অভিযোগে ডিলারশীপ হারাচ্ছে সন্দ্বীপের ডিলার শরীফ।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের কঠোর নজরদারির মধ্যেও এক শ্রেণীর অসাধু ডিলার গ্রাহককে চাল কম দেয় এমন অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গণমাধ্যমের প্রচারিত ভিডিও ক্লিপস দেখে আজ পরিদর্শনকালে অভিযুক্ত ডিলার মুনছুরের চাল কম দেওয়ার বিষয় টির প্রমাণ পায় খাদ্য অফিস।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস প্রমাণ সাপেক্ষে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নির্দেশমত কঠোর আইনতগত ব্যবস্থা নিচ্ছে।এমনটি জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক রবীন্দ্র লাল চাকমা।

তিনি জানান এ ব্যপারে বিভ্রান্তির কোন সুযোগ নেই।উপজেলায় সর্বমোট ২৩ জন ডিলার রয়েছে তাদের প্রত্যক্ষের কার্যক্রম কঠোরভাবে তদারকি করা হচ্ছে। এছাড়াও আরেক অভিযুক্ত ডিলার মুনছুরের বিষয়ে চাল বিলি শেষে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Comments

One response to “ডিলারশীপ হারাচ্ছে সন্দ্বীপের রফিকুল ইসলাম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *