রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে রাউজানের তিনটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
আজ ১৪ অক্টোবর সোমবার ভোরে উপজেলার বিনাজুরি ইউনিয়নের ৭ নম্বর পূর্ব লেলেঙ্গা ওয়ার্ডের একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর সাড়ে ৪টার সময় অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই জহির উদ্দিন, জমির উদ্দিন ও মহিউদ্দিনের বসতঘর আগুন পুড়ে যায়।
রান্নাঘরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে সৃষ্ট আগুনে আগুনের সূত্রপাত হয়ে তিনটি আধাপাকা বসতঘর পুড়ে অন্তত চার লক্ষ টাকার ক্ষযক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
Leave a Reply