২৪ ঘণ্টা বিনোদন ডেস্ক || মহামারি করোনা পরিস্থিতির হিংস্র থাবায় পুরো বিশ্ব আজ অসহায়। এ পরিস্থিতিতে বিশ্বজুড়ে মাস্কসহ ভাইরাস প্রতিরোধক বিভিন্ন উপকরণ সংকট দেখা দিয়েছে।
অনেক দেশে বেশি টাকা দিয়েও কোন দোকানে মিলছেনা মাস্ক। তবে জনপ্রিয় অভিনেত্রী সানি লিয়ন তার ভক্তদেরকে শিখিয়ে দিচ্ছেন মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে কিভাবে ঘরে বসে মাস্ক তৈরি করবেন।
বৃহস্পতিবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে
এমনই ৫টা ছবি পোস্ট করে লিখেছেন, ‘যখন ৩০ সেকেন্ডে মাস্ক বানাতে হবে’। অর্থাৎ দ্রুত মাস্ক জোগাড়ের উপায় বাতলেছেন তিনি।
ছবিগুলিতে দেখা যাচ্ছে তিনি কখনও বাচ্চাদের ডায়াপারকে মাস্ক হিসেবে ব্যবহার করছেন আবার কখনও ওড়নার মতো কিছু দিয়ে মুখ ভালো করে ঢেকে নিয়েছেন।
এগুলির সঙ্গে খেলার ছলে তাঁকে আবার স্পাইডারম্যানের মাস্ক পরতেও দেখা গিয়েছে।
পাঁচটি ছবিতে সানি নানান ভাবে মুখাবরণ ব্যবহার করেছেন। আর প্রতিটি ছবির জন্য তিনি আলাদা আলাদা পোশাক ব্যবহার করেছেন। সানির এই ডায়াপারে মুখ ঢেকে তোলা ছবিটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সানির এই পোস্ট পাঁচ ঘণ্টাতেই প্রায় ছয় লাখ লাইক পেয়েছে। সেই সঙ্গে প্রচুর কমেন্ট ও শেয়ার পেয়েছে। অনেকে তার এমন বুদ্ধি ও মজাদার কাণ্ডকারখানার জন্য তারিফ করেছেন।
তবে এই ধরনের মাস্ক করোনাভাইরাস সংক্রমণ আটকানোর ক্ষেত্রে কার্যকর কিনা তা জানা যায়নি বা সানিও এ বিষয়ে কোন তথ্য দেননি।
২৪ ঘণ্টা/ আর এস পি
Leave a Reply