চট্টগ্রামে করোনা/ বৃহস্পতিবার সনাক্ত একমাত্র রোগীটি বেঁচে নেই, মৃতের সংখ্যা ৫

২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি || করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি)র আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতর বয়স ৬৫ বছর। তিনি চট্টগ্রাম নগরীর সরাইপাড়ার বাসিন্দা। এর আগে গতকাল ১১৯ জনের করোনা পরীক্ষা করে ১৯ জনের মধ্যে চট্টগ্রামের একমাত্র করোনা পজেটিভ ব্যক্তি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

ডা.হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার নগরীর সরাইপাড়ার একজন বৃদ্ধ করোনা শনাক্ত হয়। তিনি বিআইটিআইডিতে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে মারা গেছেন।

এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে দাড়িয়েছে।

এদিকে মৃত ব্যক্তির দাফনের দায়িত্ব নিয়েছেন আনজুমান এ মহিদুল ইসলাম। নগরীর অক্সিজেনের আরেফিন নগর এলাকায় তার দাফন হবে বলে জানা গেছে।

উল্লেখ যে, ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে এখন পর্যন্ত ১১২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৫৫ জন রোগী শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টা/ কামরুল দুলু/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *