সীতাকুণ্ড প্রতিনিধি:::একদিকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন অন্যদিকে প্রায় ১০ সাপ্তাহ যাবত বেতন বকেয়া থাকায় চরম দূর্বিসহ জীবন-যাপন করছে সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকরা।
এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাছেন তারা। পাচ্ছে না কোন প্রকার সরকারী, বেসরকারী সাহায্য। এমতাবস্থায় কিছু শ্রমিকের সহযোগীতায় এগিয়ে এসেছেন হাফিজ জুট মিলস জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল হক।
তিনি আজ শুক্রবার সকালে ব্যক্তিগত উদ্যেগে শ্রমিকদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। তার মধ্যে ছিল চাল,ডাল, তেল, পেঁয়াজ, চনাবুট, আলুসহ অন্যান্য সামগ্রী।
রবিউল হক বলেন, দেশে একদিকে করোনা ভাইরাস সংক্রামনের কারণে চরম মহামারী চলছে অন্যদিকে জুট মিলস শ্রমিকদের ১০ সাপ্তাহের বেতন বাকী। যার ফলে হাজার হাজার শ্রমিক মানবতার জীবন-যাপন করছেন। চরম এ দূর্দিণে শ্রমিকদের বকেয়া বেতন যেমন দেওয়া হচ্ছে না তেমনী তারা পাচ্ছে কোন ত্রাণ।
তিনি বকেয়া বেতন প্রদান করে এই দূঃসময়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি দাবী জানান।
Leave a Reply