ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি:::সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আরো ২৫,০০০ করোনা পরীক্ষা করা হয়েছে । নতুন করে আক্রান্ত পাওয়া গেছে আরো ৪৬০ জন। আক্রান্তের মধ্যে থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৬১ জন এবং আরো ২ জন এশিয়ান নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ৫৮২৫ জন। সুস্থ হয়েছেন ১০৯৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৩৫ জনের।
আগে আমিরাতের রাজধানী আবুধাবীতে শ্রমিকদের বাইরে যাওয়া বা অন্য প্রদেশ থেকে আসা নিষেধ হলেও এখন শারজাহ প্রদেশেও একি নিয়ম করা হয়েছে।
সাথেই ইচ্ছুক নাগরিকদের স্বেচ্ছাসেবক হিসেবে অনলাইন আবেদন করার অনুরোধ করা হয়েছে।
এবং আবুধাবীতে শ্রমিকদের বিনামূল্যে পরীক্ষা করানো হচ্ছে।
Leave a Reply