বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বৈশ্বিক মহামারী করোনা’র কারণে হঠাৎ দৈনিক আয় রোজগার বন্ধ হয়ে যাওয়া মানুষের মাঝে উপহার হিসাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (১৭ এপ্রিল) নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন তিনি।
এই সময় মুহাম্মদ শাহেদ বলেন, লুঠেরা এবং মধ্যসত্ব ভোগিরা আজ পরগাছার ন্যায় সমাজে চেয়ে গেছে এখন লুঠেরাদের কঠোর হস্তে সরকার দমন করতে ব্যর্থ হলে জাতিকে চরম মুল্য দিতে হবে।
তিনি আরো বলেন সচেতনতা, খাদ্য, চিকিৎসা এবং করোনা যোদ্ধা ডাক্তার নার্সসহ অন্যান্যদের জীবন সুরক্ষা সামগ্রীসহ প্রয়োজনীয় উপকরণ যোগান দেওয়ার উপর গুরুত্ব দিয়ে সবাইকে এগিয়ে আসার উদাত্ত্ব আহ্ববান জানান।
এই সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, আহবায়ক গুলজার হোসেন, সহ সম্পাদক আতিকুর রহমান, হাফেজ কামাল উদ্দিন, সদস্য জাহেরী মাসুদ, পূর্ব ষোলশহর ওয়ার্ড আহবায়ক মনসুর আলম, যুগ্ম আহবায়ক এসকান্দর, মামুন, রাসেল আহমেদ, মোহাম্মদ সানী প্রমুখ।
Leave a Reply