পদ্মাপাড়ের ভাঙাগড়া আর প্রেম-ভালোবাসা নিয়ে নির্মিত ‘পদ্মার ভালোবাসা’ গেল মাসের ২০ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পায়। তবে বাংলাদেশে ছবিটির নাম হয়ে যায় ‘পদ্মার প্রেম’। আগামী ১ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।
উঠতি চিত্রনায়িকা আইরিন সুলতানার ‘পদ্মার প্রেম’ ছবির শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালে। বেশিরভাগে দৃশ্যধারণ হয়েছে মুন্সিগঞ্জ ও পদ্মাপাড়ে। সত্তরের দশকের পদ্মাপাড়ের একটি গ্রামের জীবনচিত্র নিয়ে ছবিটি নির্মাণ করেছেন হারুন-উজ-জামান।
‘পদ্মার প্রেম’ নিয়ে অভিনেত্রী আইরিন সুলতানা বলেন, ‘শুরু থেকে দারুণ সাড়া পাচ্ছি। মুক্তির আগেই সবাই প্রশংসা করছে। কলকাতায় হিট হয়েছে। এবার নিজ দেশে মুক্তি পাবে। অন্যরকম ভালোলাগা কাজ করছে। দর্শক বিনোদন খুঁজে নিতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
‘পদ্মার প্রেম’ ছবিতে আইরিনের বিপরীতে আছেন ওপার বাংলার সুমিত সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়, আলেকজান্ডার বো, মুনমুন প্রমুখ। ছবিটিতে পদ্মা চরিত্রে দেখা যাবে আইরিনকে।
২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিতে আরেফিন শুভ’র বিপরীতে রুপালি পর্দায় অভিষেক হয় র্যাম্প মডেল আইরিনের। এর পর আরও বেশ কয়েকটি সফল ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
Leave a Reply